কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জন পর্যটকের স্মরণে আইপিএল ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। তবে ওই সময় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আচরণকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচ শুরুর আগে বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ও ছবিতে দেখা যায়, নীরবতা চলাকালে হার্দিক হাঁটছেন, কথা বলছেন এবং হাসছেন—যা মুহূর্তেই সমালোচনার ঝড় তোলে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনেক ব্যবহারকারী হার্দিকের আচরণকে ‘অসৌজন্যমূলক’ এবং ‘অসংবেদনশীল’ বলে আখ্যা দেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, জাতীয় শোকের সময়ে একজন অধিনায়কের কাছ থেকে এরকম আচরণ কতটা গ্রহণযোগ্য। জাতীয় শোকের মুহূর্তে এমন আচরণকে মেনে নেওয়া যায় না বলেও মত দেন অনেকেই।
যদিও ম্যাচ শুরুর আগে টসের সময় হার্দিক হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘যারা এই হামলায় প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
আমাদের দল এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানায়।’
বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স অথবা বিসিসিআই-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারায়।